বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী মধুবালার বায়োপিক নিয়ে দীর্ঘদিন ধরে চলছে জল্পনা-কল্পনা। নেটমাধ্যমে কয়েক বছর ধরে এ নিয়ে আলোচনা হলেও, বারবার মিথ্যা খবরে হতাশ হয়েছিলেন ভক্তরা। কিন্তু এবার খবরটি সত্যি! মধুবালার জীবনী নিয়ে নির্মিত হতে চলেছে ‘মধুবালা’ নামের একটি চলচ্চিত্র। পরিচালক জসমিত কে রিন এই ছবিটি পরিচালনা করবেন। ‘ডার্লিংস’ ছবির পরিচালক হিসেবে খ্যাতি অর্জন করেছেন তিনি। নির্মাতারা শুক্রবার সমাজমাধ্যমে এই ছবির ঘোষণা করেছেন।
মধুবালা ১৯৪২ সালে ‘বসন্ত’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন। ‘চলতি কা নাম গাড়ি’, ‘কালা পানি’ ছবির অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেন। ‘মুঘল এ আজম’ ছবিতে আনারকলি চরিত্রে অভিনয় করে তিনি অমর হয়ে আছেন দর্শকের মনে। কিশোর কুমারের স্ত্রী মধুবালা মাত্র ৩৬ বছর বয়সে চলে যান এই পৃথিবী থেকে।
মধুবালার বায়োপিকে কে অভিনয় করবেন, তা নিয়ে নেটমাধ্যমে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন আলিয়া ভট্ট এই চরিত্রের জন্য উপযুক্ত। তবে নির্মাতারা এখনও অভিনেত্রীর নাম ঘোষণা করেননি।মধুবালার জীবন ছিল সংগ্রাম এবং সাফল্যের এক অসাধারণ মিশেল। তার অভিনয় এবং সৌন্দর্য আজও অনুপ্রেরণা জোগায় নতুন প্রজন্মের অভিনেত্রীদের। তার জীবনী নির্মিত চলচ্চিত্র কতটা সফল হবে, তা সময়ই বলে দেবে।