শুক্রবার সকালে বিখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পায়ের ধমনীতে জমাট বাঁধা রক্ত অপসারণের জন্য অ্যাঞ্জিয়োপ্লাস্টি করা হয়। ইতিমধ্যেই তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন।
অ্যাঞ্জিয়োপ্লাস্টি বলতে রক্তনালী খুলে দেওয়ার প্রক্রিয়া বোঝায়। হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী ধমনীতে যখন কোলেস্টেরল জমা হয়, তখন সেগুলো সংকুচিত হয়ে যায়। এর ফলে হৃৎপিণ্ডে রক্তপ্রবাহ কমে যায় এবং বিভিন্ন সমস্যা দেখা দেয়। অ্যাঞ্জিয়োপ্লাস্টির মাধ্যমে এই বন্ধ ধমনীগুলো আবার খুলে দেওয়া হয়। অমিতাভ বচ্চনের হৃৎপিণ্ডে কিছু সমস্যা ছিল। এর ফলে পায়ের ধমনীতে রক্ত জমাট বাঁধতে শুরু করে। চিকিৎসকরা এই সমস্যা সমাধানের জন্য অ্যাঞ্জিয়োপ্লাস্টি করার সিদ্ধান্ত নেন।
অ্যাঞ্জিয়োপ্লাস্টির পর রোগীর সুস্থ হতে সাধারণত তিন থেকে ছ’সপ্তাহ সময় লাগে। তবে রোগীর বয়স এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা থাকলে এই সময় বেশিও হতে পারে। অস্ত্রোপচারের পর রোগীকে তিন মাস বিশ্রাম নিতে এবং কঠোর পরিশ্রম করতে বারণ করা হয়। অমিতাভ বচ্চনের বয়স ৮১ বছর। তাই তার অনুরাগীরা তার সুস্থতা নিয়ে উদ্বিগ্ন। চিকিৎসকরা তাকে বাড়িতে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। আশা করা যায়, অমিতাভ বচ্চন দ্রুত সুস্থ হয়ে আবার কাজে ফিরবেন।