মুখ্যমন্ত্রী তিনি তার বাড়িতেই কপালে চোট পেয়েছেন। তারপরে কপাল ও নাকে চারটি সেলাই পড়েছে। সূত্র মারফত জানা গিয়েছে তাকে কেউ পেছন থেকে ধাক্কা মেরেছিল। কিন্তু কে এই কাজ করলো? তদন্ত নেমেছে লালবাজার।
ডক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার রাতে মুখ্যমন্ত্রীর চিকিৎসার পর তিনি মুখোমুখি হন সাংবাদিকদের। তিনিই জানান মুখ্যমন্ত্রীকে কেউ পিছন থেকে ধাক্কা মেরেছিল বলেই তিনি এভাবে পড়ে গিয়েছেন। তার কথার ভিত্তিতেই তদন্ত শুরু করেছে লালবাজার পুলিশ। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তারপরে শুরু হবে তদন্ত।
বৃহস্পতিবার প্রাথমিক চিকিৎসার পরই এসএসকেএম হাসপাতাল থেকে বাড়ি ফিরে যান মুখ্যমন্ত্রী। তিনি হাসপাতালে থাকতে রাজি হননি। তিনি জানিয়েছেন তার রাত্রে ঘুম খুব ভালো হয়েছে। শুক্রবার ফের তার শারীরিক চিকিৎসার পরীক্ষা করা হয়েছে।