লোকসভা ভোটের আগে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর!পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড (WBSEDCL) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস (ইলেকট্রিক্যাল) এবং টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস (ইলেকট্রিক্যাল) এই দুটি পদে মোট 400 জনকে নিয়োগ দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা:
গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস (ইলেকট্রিক্যাল): ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স/ইলেকট্রিক্যাল এবং টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে B.Tech/BE ডিগ্রি। ন্যূনতম বয়স 22 বছর।
টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস (ইলেকট্রিক্যাল):ITI/পলিটেকনিক থেকে ইলেকট্রিক্যাল ট্রেডে ডিপ্লোমা। ন্যূনতম বয়স 18 বছর।
বেতন:
গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস (ইলেকট্রিক্যাল):₹9,000/- প্রতি মাসে।
টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস (ইলেকট্রিক্যাল):₹8,000/- প্রতি মাসে।
আবেদন পদ্ধতি:
অনলাইনে WBSEDCL-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ:27 মার্চ, 2024।