লোকসভা নির্বাচনের আগেই, দীর্ঘদিন ধরে বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) চালু করেছে মোদি সরকার। সোমবার (১১ মার্চ, ২০২৪) গোটা দেশে এই আইন কার্যকর করা হয়েছে।
২০১৯ সালের ডিসেম্বরে সংসদে এই আইন পাস হলেও, বিভিন্ন জটিলতার কারণে এটি বাস্তবায়িত হচ্ছিল না। ২০২৪ সালের মার্চে কেন্দ্রীয় সরকার সিএএ-র নিয়মাবলী জারি করে, যার ফলে এই আইন কার্যকর হওয়ার পথ সুগম হয়।
সিএএ-র মূল উদ্দেশ্য হল পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্শি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের ভারতীয় নাগরিকত্ব প্রদান করা।