সারা বিশ্ব জুড়ে ৮ই মার্চ পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। ১৮৫৭ সাল থেকে যার সূত্রপাত হয়েছিল। আটই মার্চ নিউইয়র্কের শহরে টেক্সটাইলের কর্মীরা কাজের পরিবেশ এবং নিম্নমানের বেতনের জন্য প্রতিবাদ করেছিলেন। ১৯০৮ সালে একই দিনে শিশু শ্রম এবং বৈষম্য ভেদের জন্য আবারও নারী শ্রমিকেরা প্রতিবাদ করেছিলেন।
তারপর ১৯১১ সাল থেকে এই দিনটিতে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয় সারা বিশ্বে। টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ উষসী চক্রবর্তী। তিনি ৮ই মার্চ অভিনব কায়দায় আন্তর্জাতিক নারী দিবস পালন করলেন। তিনি একের পর এক অর্থাৎ শাড়ি পড়ে আবার কখনো ওয়েস্টার্ন ড্রেসে আবার পাড়ার কাকিমার মতন এসে বিভিন্ন কথা বললেন।
অর্থাৎ সবশেষে তিনি জানালেন সবাই চায় পুরুষেরা মহিলাদের পায়ের নিচে থাকুক। কিন্তু তা একেবারেই গ্রহণযোগ্য নয়। পুরুষরা সব সময় নারীদের সঙ্গে সব সময় পায়ে পা মিলিয়ে এগিয়ে এসেছেন তাই সকলকে সম্মান করা উচিত।