আজ তীব্র ভ্যাপসা গরম ও মাঝে মাঝে বৃষ্টির মধ্যে কলকাতা পুলিশের উৎসর্গের অধীনে ১০৮৬তম রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। এই শিবিরের আয়োজক ছিলেন দক্ষিণ বিভাগের পাক স্টিট থানা।
শিবিরের শুভ সূচনা করেন দক্ষিণ বিভাগের ডিসি প্রিয়ব্রত রায়। এছাড়াও উপস্থিত ছিলেন ডিসি এসটিএফ হরে কৃষ্ণ পাই, ডিসি সাউথ টু বুদ্ধদেব মুখোপাধ্যায়, সহকারী কমিশনার স্বপন মন্ডল, শান্তনু চট্টোপাধ্যায়, প্রেমজিৎ চৌধুরী, পার্থ মুখার্জী, ইন্দ্রনীল চৌধুরী, পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও সহকারী কমিশনার সাউথ ডিভিশন শান্তনু সিনহা বিশ্বাস, ময়দান থানার ওসি সুনির্মল রায়, চেতলা থানার ওসি অতীন মন্ডল, আলিপুর থানার ওসি অরূপ ব্যানার্জি, চারু মার্কেট থানার ওসি সমরেন্দ্রনাথ চক্রবর্তী, টালিগঞ্জ থানার ওসি তুষার ঘোষ, কালীঘাট থানার এডিশনাল ওসি জয়ন্ত বিকাশ মৃধা, পিজি হসপিটাল এর ওসি অমিত সেনগুপ্ত, দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের সাংসদ মালা রায়, বিধায়ক দেবাশীষ কুমার, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব দেব, জিৎ ঘোষ, অলক মুখার্জী, কলকাতা কর্পোরেশনের পৌর মাতা সুস্মিতা ভট্টাচার্য, সানা আহমেদ, পৌরপিতা বাপ্পাদিত্য ভট্টাচার্য।
শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয়া সাংসদ মালা রায় কলকাতা পুলিশের রক্তদান শিবিরের উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, “এই শিবিরের মাধ্যমে অনেক মানুষের জীবন রক্ষা হবে।”
শিবিরে মোট ৫৫ জন রক্তদান করেন। এর মধ্যে পুলিশ, সিভিক ভলেন্টিয়ার ও হোম গার্ডের সদস্য ছিলেন ২২ জন। পার্ক স্টিট থানার ওসি জয়ন্ত মুখার্জীর তত্ত্বাবধানে শিবিরটি সফলভাবে সম্পন্ন হয়।