“ফুলকি” ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র ফুলকি দাস তার আসল পরিচয় জেনে গ্রাম থেকে ফিরে এসেছে। কিন্তু এই পরিচয় কি সে সবার কাছে প্রকাশ করতে পারবে?
ফুলকি বক্সিং ম্যাচে জিতে রোহিতকে দেওয়া কথা রেখেছে। কিন্তু বক্সিং এর প্রশিক্ষণে ফাঁকি দেওয়ায় রোহিত এখনও তার সাথে কথা বলছে না। ফুলকি কি রোহিতের মন ভোলানোর জন্য নিজের আসল পরিচয় তাকে জানাবে?
এদিকে, ফুলকির পরিবারের সাথে রোহিতের সম্পর্ক ক্রমশ খারাপ হচ্ছে। ফুলকি কি এই সম্পর্ক উন্নত করতে পারবে?