ঋতুপর্ণা সেনগুপ্ত দীর্ঘদিন ধরে টলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি, তিনি একজন প্রযোজক এবং সমাজকর্মীও। সম্প্রতি, তিনি তার টিমের একজন সদস্য শর্মিষ্ঠা মুখোপাধ্যায়কে নতুন প্রযোজনা সংস্থা এন্ডেভার ফিল্মস শুরু করতে সাহায্য করেছেন।শর্মিষ্ঠা দীর্ঘদিন ধরে ঋতুপর্ণার ম্যানেজার হিসেবে কাজ করছেন। ঋতুপর্ণার পরামর্শ এবং সমর্থনেই তিনি এই নতুন উদ্যোগ শুরু করেছেন।
টলিপাড়ায় প্রায়শই বড় প্রযোজনা সংস্থাগুলোর ‘দাদাগিরি’ নিয়ে অভিযোগ শোনা যায়। অনেক ছোট প্রযোজনা সংস্থা বা নির্মাতাদের কাজ নেই বলেও অভিযোগ ওঠে। এই প্রেক্ষাপটে, ঋতুপর্ণার অন্য একজন নারীকে প্রযোজনা সংস্থা তৈরিতে সাহায্য করার পদক্ষেপটি বেশ গুরুত্বপূর্ণ।ঋতুপর্ণা বলেন, “আমি সবকিছুকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে দেখতে পছন্দ করি। আমার টিমের সদস্যরা আমার পরিবারের মতো। তাদের ভালো লাগলে আমিও ভালো থাকি।”তিনি আরও বলেন, “জীবন বড্ড ছোট। তাই নিজেদের মধ্যে মারামারি করে লাভ নেই। তাতে আমরা কেউ এগোতে পারব না।”
এন্ডেভার ফিল্মস পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পাশাপাশি বিভিন্ন সামাজিক বিষয়কে কেন্দ্র করে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং তথ্যচিত্রও তৈরি করবে।প্রথম চলচ্চিত্রের পরিকল্পনা ইতিমধ্যেই শুরু হয়েছে। ঋতুপর্ণা এই ছবিতে অভিনয় করতে পারেন বলে শোনা যাচ্ছে।রবিবার নতুন এই প্রযোজনা সংস্থার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৈতী ঘোষাল, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, কাঞ্চনা মৈত্র, প্রযোজক ফিরদৌসুল হাসান প্রমুখ।ঋতুপর্ণার বর্তমানে একাধিক চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। তার মধ্যে ‘অযোগ্য’ ও ‘পুরাতন’ উল্লেখযোগ্য।