লোকসভা ভোটের আগে টলিউডে রাজনৈতিক তরঙ্গ তুঙ্গে। কিন্তু অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় রাজনীতি থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
পরমব্রত মনে করেন, বর্তমানে রাজনীতিতে কোন ভাবনা, চিন্তা বা আদর্শ নেই। ঘন ঘন দলবদলের মাধ্যমে মানুষ সহজেই বদলে যাচ্ছে। তিনি বলেন, “দেশের রাজনীতি একটা বড় সার্কাস। মঞ্চে সার্কাস দেখলে তা-ও মজা পাই, এটা দেখে বিরক্তি তৈরি হয়।”
পরমব্রত মনে করেন, রাজনীতিবিদরা চান যুব সমাজ রাজনীতি থেকে দূরে সরে যাক। তিনি বলেন, “এই বিরক্তি ও রাগটা মনে হয় তাঁদের যোগ্য জবাব দেওয়ার জন্য আমাদের যুব সমাজের মনে বাঁচিয়ে রাখা উচিত।”