বিজেপির টিকিটে প্রার্থী হতে চলেছেন টেলি পর্দার রাম অরুণ গভীল। সাধারণত শোনা যাচ্ছে যে উত্তরপ্রদেশের মেরাট লোকসভা কেন্দ্র থেকে তাকে টিকিট দেওয়া হতে পারে। ভোট বাক্স ভারি করার জন্যই জনপ্রিয় তারকাকে সেখানের প্রার্থী করার কথা চিন্তা করছে বিজেপি।
আটের দশকে রামানন্দ সাগরের রামায়ণের রামকে বিজেপি রাজেন্দ্র আগরওয়াল এর পরিবর্তে টিকিট দেবার কথা মনে করেছেন।
তাকে টিকিট দেওয়ার জল্পনা শোনা যাচ্ছে গেরুয়া শিবিরে। নরেন্দ্র মোদির ভূমিকায় অভিনয় করেছেন অরুণ গভীল ‘আর্টিকেল ৩৭০’ নামক ছবিতে। বছরখানেক আগে তিনি গেরুয়া শিবিরের যোগ দিয়েছেন এবং সক্রিয় রাজনীতিতে এবার তার অবতরণের সময়।