লোকসভা নির্বাচনের আগে রাজ্যের আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার আরও দুটি বড় ঘোষণা করেছেন। প্রথমত, রাজ্য সরকার পুলিশ ও দমকলে কয়েক হাজার শূন্যপদ পূরণ করার সিদ্ধান্ত নিয়েছে। দ্বিতীয়ত, সুন্দরবনের মানুষের জন্য ৪১০০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে।
নিয়োগ:
দমকলে প্রায় ৬০০টি পদ
রাজ্য পুলিশে ১৩০০টিরও বেশি পদ
কলকাতা পুলিশে ৩৫০টি পদ
সুন্দরবন প্রকল্প:
নাম: SHORE (Strengthening Human Resilience for Climate Change Adaptation and Disaster Risk Reduction)
খরচ: ৪১০০ কোটি টাকা
তহবিল:
৭০% – বিশ্বব্যাঙ্ক
৩০% – রাজ্য সরকার
সময়কাল: ৫ বছর
উদ্দেশ্য:
দুর্যোগ পীড়িত এলাকার মানুষের বিকল্প জীবন ও জীবিকা তৈরি
দুর্যোগ কবলিত সুন্দরবনের পুনর্গঠন