চাকরির খবর

ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে চাকরির সুযোগ! করুন আবেদন

 

কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL) সম্প্রতি টেকনিক্যাল বিভাগে বিভিন্ন শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের সকল জেলার যোগ্য চাকরিপ্রার্থীরা এই পদগুলিতে আবেদন করতে পারবেন।

পদের নাম: Trainee Engineer

মোট শূন্যপদ:৫১৭ টি
UR: ২১০ টি
OBC: ১৩৯ টি
EWS: ৫২ টি
SC: ৭৭ টি
ST: ৩৯ টি

শিক্ষাগত যোগ্যতা:
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/শিক্ষা প্রতিষ্ঠান থেকে B.Tech/M.Tech ডিগ্রি

মাসিক বেতন:৩০,০০০/- থেকে শুরু

বয়সসীমা:৩০ বছর

আবেদন পদ্ধতি:
অনলাইনে আবেদন করতে হবে
BEL-এর নির্ধারিত ওয়েবসাইটে যেতে হবে
অনলাইন আবেদনপত্রে সঠিক তথ্য পূরণ করতে হবে
প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে
তথ্য যাচাই করে সাবমিট করতে হবে

আবেদন ফি:
তপশিলি জাতি/উপজাতি/শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের জন্য কোনো ফি নেই
অন্যদের জন্য ₹১৫০/- এককালীন ফি

আবেদনের শেষ তারিখ: ১৩ মার্চ ২০২৪

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.