একবারও পুলিশ আসেনি রাজনৈতিক জীবনে। নিয়োগ দুর্নীতির মামলায় তার বাড়িতে দিনভর তল্লাশি চলায়। দলনেতাকে কেউই সমবেদনা জানাননি। তৃণমূলের তাপস রায়ে অভিমান করে দল ছেড়েছেন। বুধবার তিনি গেরুয়া শিবির যোগ দিয়েছেন। নারীদিবসের শুরুতেই সে নাম না করে তার ব্যাপারে প্রতিক্রিয়া দিলেন।
জানুয়ারি মাসের শুরুতেই নিয়োগ দুর্নীতি মামলায় ইডি বরানগর এবং লেকটাউনের শ্রীভূমিতে যথাক্রমে তাপস রায় এবং সুজিত বসুর বাড়িতে হানা দেয়। তল্লাশি চলে সকাল থেকে পুরো সন্ধ্যে পর্যন্ত তারা চলে যাওয়ার পরে রীতিমতো ইডির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন।
পরে তিনি অর্থাৎ তাপস রায় অভিমানে সুরে বলেন এটি চলে যাওয়ার পরে দলনেত্রীর একবারও তার খোঁজ নেননি। রীতিমতো অভিমানের জেনেই বিজেপিতে যোগদান করেছেন। তিনি সম্ভবত উত্তর কলকাতা থেকে গেরুয়া প্রার্থী হতে পারেন।