ভারতীয় ডাক বিভাগের শ্রদ্ধা প্রয়াত ‘পদ্মশ্রী’ ছৌ শিল্পী গম্ভীর সিং মুড়াকে।
প্রয়াত ‘পদ্মশ্রী’ গম্ভীর সিং মুড়া যিনি খালি গায়ে ঝাঁকড়া চুলে বাঁশি বাজাচ্ছেন সেই ছবি প্রায় সবারই চেনা। ডাক বিভাগ এই ব্যক্তিকে সম্মান জানানোর জন্য তার ছবি দেওয়া ডাকটিকিট প্রকাশ করল, খাম ও তার ছবি দেওয়া প্রকাশ করা হচ্ছে। গ্রামের শহরের ডাকঘরে এটি পাওয়া যাবে। ডাক বিভাগের এই পদক্ষেপের ফলে লোকসংস্কৃতিকে বিশেষ ভাবে সমৃদ্ধ করা হলো।
পুরুলিয়া জেলা পরিষদের প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই বিশেষ খাম ও ডাকটিকিটের প্রকাশ করা হয়। ভারতীয় ডাক বিভাগ এই প্রথম পুরুলিয়ার কোন লোক শিল্পের সঙ্গে জুড়ে থাকা প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা ও সম্মান জানালো ডাকটিকিটের মাধ্যমে। সমগ্র দেশের মানুষের কাছে এই প্রয়াত শিল্পী আরো পরিচিত হয়ে উঠবেন এই কর্মকান্ডের মধ্যে দিয়ে সেটি জানান দক্ষিণবঙ্গের পোস্টমাস্টার জেনারেল শশী শালিনি কুজুর। ভারতীয় ডাক বিভাগের এই কাজ সবার কাছে খুব উজ্জ্বল হয়ে উঠবে এটি বিশ্বাস করেন পুরুলিয়া সহকারী পোস্টাল সুপার অঞ্জন দাস।
পদ্মশ্রী গম্ভীর সিং মুড়ার শিল্পকলা সমস্ত মানুষের কাছে পৌঁছাতে পারবে ভারতীয় ডাক বিভাগের এই প্রয়াসে তাঁর পরিবার অত্যন্ত গর্বিত। প্রয়াত শিল্পীর বড় ছেলে কার্তিক সিং মুড়া মনে করেন ডাক বিভাগের এই কর্মকাণ্ডের ফলে ছৌ নাচ সমস্ত ভারতীয় ঘরে পৌঁছে যাবেন এবং তাঁর বাবার কাজ, শিল্পকলা সম্পর্কে দেশের বিভিন্ন মানুষ জানতে পারবে এবং সেটা ভেবে তাদের পরিবারের সবাই অত্যন্ত গর্বিত।