সম্প্রতি রেলওয়ে প্রোটেকশান ফোর্স (RPF)-র সাব ইন্সপেক্টর ও কনস্টেবল পদে 4000-র বেশি নিয়োগের বিজ্ঞপ্তি ভাইরাল হচ্ছে। কিন্তু সতর্কতা! এই বিজ্ঞপ্তিটি ভুয়া।
প্রকৃত তথ্য:
ভারতীয় রেল বা RPF এই ধরনের কোনও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেনি।রেল মন্ত্রকের ওয়েবসাইট বা কোনও মিডিয়ায় এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি।
প্রতারণার ফাঁদে না পড়ার জন্য: ভারতীয় রেলের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি প্রকাশিত কিনা তা চেক করুন ভারতীয় রেল ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট-এ খোঁজ করুন।
নিকটবর্তী রেলের জোনাল অফিসএ যোগাযোগ করে দেখুন।
অজ্ঞাতপরিচয় কোনও ফোন নম্বর বা লিঙ্ক থেকে বিজ্ঞপ্তি এলে, তাতে বিশ্বাস না করে সঠিক সোর্সএর খোঁজ করুন।