২০২৪ সালের লোকসভা ভোটের নির্বাচনের জন্য রাতভর প্রার্থী বাছাই করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কোন কোন রাজ্যে কত আসনে জেতার সম্ভাবনা রয়েছে আবার পরাজিতদের কাছে টিকিট যাবে কিনা তা নিয়েও রয়েছে জোর জল্পনা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে প্রধানমন্ত্রী কুড়িটি রাজ্যের প্রার্থী তালিকা নিয়ে চলেছে বৈঠক।
সূত্র মারফত জানা গিয়েছে মার্চের প্রথম সপ্তাতেই ৩৫০ টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছেন বিজেপি সরকার। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী একাধিক প্রার্থীদের নামে সিলমোহর ফেলেছেন। বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ দলীয় বৈঠকে যোগদান করেন তা চলে রাত তিনটে পর্যন্ত।
খবর পাওয়া গিয়েছে সার্ভের মাধ্যমে প্রার্থী বাছাই করা হচ্ছে। জানা যাচ্ছে একটি আসনের জন্য মোট তিনজনের নাম ভাবা হচ্ছে যার জেতার সম্ভাবনা বেশি তাকেই বেছে নেওয়া হবে।