ছবি মুক্তির আগেই বিতর্কের কেন্দ্রে অভিনেত্রী মানসী সিনহা। তার পরিচালিত এই ছবির প্রযোজক দীপঙ্কর বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে, মানসী তাঁর কাছ থেকে ২৬ লক্ষ ২৮ হাজার টাকা নিয়ে ছবির কাজ শুরু করেছিলেন, কিন্তু ছবি মুক্তির আগে টাকা ফেরত দেননি।
দীপঙ্কর বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের সংবাদপত্রের প্রতিষ্ঠাতা ও সম্পাদক, ‘সংস্কারি হাউজ়’-এর ব্যানারে ২০২০ সালের ফেব্রুয়ারিতে ছবির শুটিং শুরু করেন। দীপঙ্করের অভিযোগ, শুটিং চলাকালীন মানসী যে হিসেব দেখিয়েছিলেন, তাতে অনেক ফাঁকফোকর ছিল।
ছবির অন্য প্রযোজক শর্মিষ্ঠা ঘোষ নাকি মানসীর পূর্বপরিচিত। দীপঙ্করের দাবি, শর্মিষ্ঠা ছবিতে বাকি টাকা বিনিয়োগ করার কথা ছিল, কিন্তু পরে তিনি অফিস বদলে ফেলেন।
সম্প্রতি, মানসী ছবির প্রথম পোস্টার প্রকাশ করেন। পোস্টারে দীপঙ্করের নাম প্রযোজক হিসেবে উল্লেখ করা হয়নি। বরং, সুভাষ বেরা ও শুভঙ্কর মিত্রের (ধাগা প্রডাকশন্স) নাম প্রযোজক হিসেবে দেওয়া হয়েছে। দীপঙ্করের দাবি, তিনি এই দু’জনকে চেনেন না। তিনি আরও জানান, তিনি সূত্র মারফত জানতে পেরেছেন ধাগা প্রোডাকশনস মানসীকে ১২ লক্ষ টাকা করে দিয়েছে এবং সেখানকার প্রযোজকরাও টাকা ফেরত পাননি।
অতিমারির পর দীপঙ্কর মানসীর সাথে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু মানসী তার ফোন কল রিসিভ করেননি। ২০২২ সালে দীপঙ্কর মানসীকে আইনি নোটিস পাঠান। নোটিস পাওয়ার পর মানসী একটি সমঝোতাপত্রে সই করেন। সমঝোতাপত্রে বলা হয়েছিল যে, দীপঙ্করের অনুমতি ছাড়া বা দীপঙ্কর টাকা ফেরত না পাওয়া পর্যন্ত মানসী ছবিটি মুক্তি করতে পারবেন না।
কিন্তু, সম্প্রতি মানসী ছবির মুক্তির ঘোষণা করেন। দীপঙ্কর বলেন, “মানসী আমার টাকা ফেরত না দিয়েই ছবি মুক্তির ঘোষণা করেছে। এটা প্রতারণা ছাড়া আর কিছুই নয়।”
এই ঘটনায় দীপঙ্কর আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন। তিনি বলেন, “আমি ন্যায় চাই। মানসীকে অবশ্যই আমার টাকা ফেরত দিতে হবে।”
‘এটা আমাদের গল্প’ ছবি মুক্তি পাবে কিনা তা এখন অনিশ্চিত। তবে, দীপঙ্করের অভিযোগ প্রমাণিত হলে মানসীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করা যায়।