উত্তর দিনাজপুর জেলা প্রশাসন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। মোট ২২ টি পদে নিয়োগ করা হবে।
পদ:
জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার
স্পেশ্যালিস্ট (পেডিয়াট্রিক্স)
মেডিক্যাল অফিসার
স্পেশ্যালিস্ট (মেডিসিন)
স্পেশ্যালিস্ট (গায়নোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স)
স্পেশ্যালিস্ট (অপথ্যালমোলজিস্ট)
যোগ্যতা:
মেডিক্যাল অফিসার জেনারেল ডিউটি পদে আবেদনের জন্য MBBS ডিগ্রি এবং ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন প্রয়োজন।
অন্যান্য পদে আবেদনের জন্য নির্দিষ্ট পদ অনুযায়ী যোগ্যতা থাকতে হবে।
বয়স:
62 থেকে 67 বছর বয়সীরা আবেদন করতে পারবেন।
পারিশ্রমিক:
পদ অনুযায়ী দৈনিক বা মাসিক পারিশ্রমিক প্রদান করা হবে।
সর্বোচ্চ মাসিক পারিশ্রমিক 70 হাজার টাকা।
আবেদন:
অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: 2024 সালের 28 ফেব্রুয়ারী।
আবেদন ফি: 100 টাকা।
ইন্টারভিউ:
2024 সালের 1 মার্চ, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের (CMOH) দপ্তরে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে।