ইশা সাহা বাংলা টেলিভিশন ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী। তিনি অভিনয় জীবনের শুরু থেকেই প্রথাগত রাস্তায় হাঁটতে নারাজ। তাই জন্মদিন উদযাপনেও তার আলাদা ভাবনা।
২৬ ফেব্রুয়ারি ইশার জন্মদিন। ইশা জানিয়েছেন, ছোট থেকেই তার পরিবারে জন্মদিন উদযাপনের কোন বিশেষ রীতি ছিল না। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা ইশা বলেন, “আর চারটে পরিবারের মতোই ছিল সেই উদযাপন।”
এখন আর জন্মদিন নিয়ে আলাদা করে মাতামাতি করতে ভালো লাগে না অভিনেত্রীর। সকলে শুভেচ্ছা জানালে ভালো লাগে, এটুকুই।
এই বছর ইশা তার জন্মদিন পরিবারের সঙ্গে কাটাতে চান। তাই পৈতৃক বাড়িতে চলে যাবেন তিনি। প্রতি বছর ইশার জন্মদিনে অনুরাগীরা কেক কাটার এবং আড্ডার আয়োজন করে। এ বছরও তার ব্যতিক্রম হবে না। ইশা কিছুক্ষণের জন্য অনুরাগীদের সঙ্গে সময় কাটাবেন।