চাকরিপ্রার্থীদের জন্য সুযোগ।পশ্চিমবঙ্গ সরকারের যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ডিজিটাল কাস্টমার স্পেশালিস্ট পদে ২৫০ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২৩ টি জেলার যেকোনো ভারতীয় নাগরিক এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।
পদের বিবরণ:
পদের নাম: ডিজিটাল কাস্টমার স্পেশালিস্ট
মোট শূন্যপদ: ২৫০ টি
শিক্ষাগত যোগ্যতা:
ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ
স্নাতক উত্তীর্ণদের অগ্রাধিকার
মাসিক বেতন: ₹১৪,০০০/-
বয়সসীমা:১৮ – ৩২ বছর
আবেদন পদ্ধতি:
শুধুমাত্র ইন্টারভিউএর মাধ্যমে নিয়োগ করা হবে।
নির্ধারিত ইন্টারভিউয়ের তারিখে নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে।
আবশ্যকীয় নথি:
সাম্প্রতিক বায়োডাটা
শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
বয়সের প্রমাণপত্র
অন্যান্য জরুরি নথি
ইন্টারভিউয়ের ঠিকানা:
P-5, Industrial Estate Phase – III, Kolkata: 700107
(Landmark: Opposite Bank Of Maharashtra)
আবেদনের শেষ তারিখ: ৮ মার্চ, ২০২৪