ফুলকির রোহিতের প্রতি রাগের জের ধরে বাপের বাড়িতে চলে যাওয়ার পর রোহিত তাকে ফিরিয়ে আনার চেষ্টা করে। ঈশিতা রোহিতকে সতর্ক করে যে শালিনী তার কাজের সন্দেহ করতে পারে।
রোহিত ফুলকিকে একটি ভাঙ্গা বাড়িতে নিয়ে যায়। রাগের বশে রোহিত বন্দুক ঠেঁকে ফুলকির দিকে তাকায়। হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে রোহিত, তার নাক দিয়ে রক্ত বের হতে থাকে।
এই ভয়ঙ্কর পরিস্থিতিতে ফুলকি মা কালীকে ডেকে রোহিতকে বাঁচানোর জন্য প্রার্থনা করে। হঠাৎ করেই সে মানুষের গলার আওয়াজ শুনতে পায়।