আজকের দিনটা আমার কাছে খুবই বিশেষ। কারণ আজ থেকে শুরু হচ্ছে বুদ্ধদেব গুহর বিখ্যাত উপন্যাস ‘বাবলি’-র শুটিং। এই উপন্যাসের ‘বাবলি’ চরিত্রটি আমার কাছে কতটা কাছের, তা শেয়ার করতেই এই খোলা চিঠি।
‘বাবলি’ কেবল একটি চরিত্র নয়, বরং একজন রক্ত-মাংসের মানুষ। তার মধ্যে আছে অভিমান, ঈর্ষা, ভালোবাসা – সব মিলিয়ে এক জটিল মানসিকতার অধিকারী। নিজেকে উজাড় করে দেওয়া ভালোবাসা, প্রেমের মান-অভিমানের টানাপোড়েন – এই সবকিছুই ‘বাবলি’-তে পাওয়া যাবে।
বুদ্ধদেব গুহর লেখনীর জাদুতে ‘বাবলি’ চরিত্রটি যেন জীবন্ত হয়ে উঠেছে। আর সেই চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলার দায়িত্ব আমার কাঁধে। স্বীকার করতেই হবে, এই দায়িত্ব বেশ ভারী। তবুও ‘বাবলি’-র প্রতি আমার ভালোবাসা এবং আস্থা আমাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে।