বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার প্রভাব এখন ভারতের চাকরির বাজারেও দেখা যাচ্ছে। নামি-দামি কোম্পানিগুলো ক্যাম্পাসিংয়ে নিয়োগ কমিয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে BITS পিলানির ডিন আর্য কুমার প্রতিষ্ঠানের প্রাক্তন পড়ুয়াদের কাছে সাহায্যের আবেদন।
বিগত কয়েক দশকে এত তীব্র আর্থিক মন্দা দেখা যায়নি।
মন্দার প্রভাবে বহুজাতিক সংস্থাগুলোতে ছাঁটাই শুরু হয়েছে।
নতুন নিয়োগ কমিয়ে দিয়েছে কোম্পানিগুলো।মন্দার প্রভাব সবচেয়ে বেশি প্রযুক্তি ক্ষেত্রে।
2022 সালের জানুয়ারি থেকে 2023 সালের ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী 4 লাখের বেশি কর্মী ছাঁটাই হয়েছে।