মাসখানেক আগে মমতা বন্দ্যোপাধ্যায় ‘একলা চলো’র বার্তা দিলেও কংগ্রেস এখনও বঙ্গে জোটের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না। সম্প্রতি উত্তরপ্রদেশ ও দিল্লিতে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা সফলভাবে সম্পন্ন করার পর কংগ্রেসের আত্মবিশ্বাস বেড়েছে। তাদের দাবি, তৃণমূলের সঙ্গে আলোচনার দরজা এখনও বন্ধ হয়নি।
সমাজবাদী পার্টি ও আপের সঙ্গে জোট স্থাপন কংগ্রেস বিশ্বাস করে, তৃণমূলের সঙ্গেও আলোচনায় সমাধানে পৌঁছানো সম্ভব।
মমতার ‘বিজেপি বিরোধী’ অবস্থান মমতা বারবার জানিয়েছেন, তিনি বিজেপিকে রুখতে চান। কংগ্রেস মনে করে, এই বিষয়টি জোট গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।