ট্রেনকে দেশের জীবন রেখা বলা হয়। চলমান জীবনের সব চিত্রই সেখানে বাস্তবায়িত হয়। জন্ম থেকে মৃত্যু সবই হচ্ছে ট্রেনের মধ্যে। নিজেকে বাঁচিয়ে রাখার সব রাস্তাই তার মধ্যে খোলা। হাতি, ঘোড়া, পালকি সবই সওয়ারী হয়েছে ট্রেনে। চুরি, খুন, রাহাজানি সবই দেখা গিয়েছে ট্রেনের মধ্যে। এবার দেখা গেল ট্রেনে বিয়ে।
আসানসোল-জাসিডি ট্রেনে চলন্ত অবস্থায় এক যুগল বিয়ে করলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায়, প্রথাগত সামাজিক আচার-অনুষ্ঠানের ছাড়াই বর-কনে একজন অন্যজনের গলায় মালা পরিয়ে দেন। এ সময় তাদের ঘিরে ছিলেন নিত্যযাত্রী থেকে বর-কনের বন্ধু-স্বজনেরা।
ভিডিও ফুটেজে বিয়ের সময় বর-কনের আবেগ ধরা পড়েছে। মালাবদলের পর কনে একটু এগিয়ে গিয়ে বরকে জড়িয়ে ধরেছিলেন। এ সময় উপস্থিত যাত্রী ও অতিথিদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। এরই মধ্যে হিন্দু সম্প্রদায়ের বিয়ের ঐতিহ্য অনুযায়ী কনের গলায় মঙ্গলসূত্র পরিয়ে দেন বর।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের এই অনুষ্ঠান দেখে ইন্টারনেট ব্যবহারকারীরা সাধুবাদ জানিয়ে নানা মন্তব্য করেছেন। অনেকেই ভারতীয় রেলের বহুমুখী ব্যবহারের উল্লেখ করেছেন। বিয়ের বড় খরচ থেকে রক্ষা পাওয়ার কথা বলেছেন কেউ কেউ। কারও মন্তব্য, এ ধরনের অনুষ্ঠান উড়ো জাহাজে করতে পারতেন।
রেলও খুশি এই ঘটনায়। আসানসোল ডিভিশনের এক আরপিএফ কর্তার কথায়, বাধা কোথায়? এমন ভাবে বিয়ে করলে কে আপত্তি করবে, যে আইনগত ব্যবস্থা নিতে হবে। যা দেখে যাত্রীরা বলছেন, ট্রেনমে শাদি জিন্দাবাদ!
ট্রেনে বিয়ের কারণ
ট্রেনে বিয়ে করার কারণ নিয়ে অনেকের কৌতূহল রয়েছে। তবে যুগলটি এখনও এ বিষয়ে মুখ খোলেনি। তবে অনেকেই মনে করছেন, হয়তো তারা বিয়ের খরচ কমাতে চেয়েছেন, অথবা ভিন্ন কিছু করার জন্যই এই উদ্যোগ নিয়েছেন।
ট্রেনে বিয়ের আইনি বৈধতা
ট্রেনে বিয়ে করার আইনি বৈধতা রয়েছে কিনা তা নিয়েও অনেকের প্রশ্ন রয়েছে। এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের কোনো নির্দেশনা নেই। তবে আইনজীবীদের মতে, ট্রেনে বিয়ে করার কোনো আইনি বাধা নেই। যদি কোনো যুগল ট্রেনে বিয়ে করতে চায়, তাহলে তারা বিবাহ নিবন্ধক অফিসে বিয়ের নিবন্ধন করতে পারবেন।
ট্রেনে বিয়ের প্রভাব
ট্রেনে বিয়ের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। অনেকেই এ ঘটনাকে সাধুবাদ জানিয়েছেন। তবে কেউ কেউ মনে করছেন, এ ধরনের ঘটনা সমাজে অসংযমতা বাড়িয়ে তুলতে পারে।