নুসরত জাহান, একজন অভিনেত্রী, সাংসদ এবং সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ব্যক্তিত্ব।
ইনস্টাগ্রাম, ফেসবুক এবং টুইটারে তাঁর প্রোফাইল ঘুরে দেখলে স্পষ্ট, তাঁর জীবনে প্রেম, চুম্বন, যশ দাশগুপ্ত এবং রাজনীতি – সবকিছুরই জায়গা আছে।
কিন্তু তাঁর লোকসভা কেন্দ্র বসিরহাটের অন্তর্গত সন্দেশখালি, যেখানে সম্প্রতি ব্যাপক অশান্তি এবং মহিলা নির্যাতনের অভিযোগ উঠেছে, সেখানকার কোনও খবর নেই।
৮ ফেব্রুয়ারি সন্দেশখালিতে উত্তেজনা শুরু হয়। নুসরত সংসদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বক্তৃতা দেন।
৯-১৮ ফেব্রুয়ারি: নুসরত ইনস্টাগ্রামে প্রেম, যশ দাশগুপ্ত, তাঁদের নতুন ছবি ‘সেন্টিমেন্টাল’, ‘প্রোপোজ ডে’, ‘চকোলেট ডে’, ‘টেডি ডে’, ‘হাগ ডে’, ‘ভ্যালেন্টাইন্স ডে’ – এই সব বিষয়ে পোস্ট করেন। সন্দেশখালি নিয়ে কোনও পোস্ট নেই।
১৯-২২ ফেব্রুয়ারি নুসরত ‘সেন্টিমেন্টাল’-এর প্রচার, মমতার চিঠি রিপোস্ট, ‘খলিস্তানি’ বিতর্ক – এই সব বিষয়ে পোস্ট করেন। সন্দেশখালি নিয়ে কোনও পোস্ট নেই।