এলন মাস্কের টেসলা কোম্পানি ভারতে তাদের ব্যবসা সম্প্রসারণ করতে যাচ্ছে। এর ফলে ২০০০ জনেরও বেশি ভারতীয়কে নিয়োগ দেওয়া হবে। নিয়োগের জন্য ইঞ্জিনিয়ারিং, অপারেশন এবং সেলস বিভাগে আবেদন করা যাবে।
টেসলা পাওয়ার নামে টেসলার একটি শাখা সংস্থা দু’বছরের মধ্যে ভারতে একটি রিস্টোর ইউনিট চালু করবে।
এই ইউনিটে মূলত গাড়ির ব্যাটারি তৈরি করা হবে। ২০২৬ সালের মধ্যে এই কারখানার প্রথম ইউনিট চালু করার লক্ষ্য রয়েছে।
টেসলা পাওয়ার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর (MD) কবিন্দর খুরানা জানিয়েছেন, “টেসলা পাওয়ার তার ব্যবসা ভারতে সম্প্রসারিত করতে চলেছে। সেই কারণেই তরুণ প্রতিভাবানদের নিয়োগ করব আমরা। তাঁরাই আমাদের সংস্থাকে উন্নতির শিখরে নিয়ে যাবে।”