ভুবন বাদ্যকর, ‘কাঁচাবাদাম’ গানের জন্য বিখ্যাত শিল্পী, সম্প্রতি কপিরাইটের জটিলতায় আটকে পড়েছিলেন। গানটি বীরভূম থেকে ছড়িয়ে পড়ার পর, অনেকেই রিমিক্স তৈরি করতে শুরু করে।
ভুবন বিশ্বজিৎ সাউ নামে এক ব্যক্তিকে কপিরাইট দিয়েছিলেন। কিন্তু, ইলামবাজারের গোপাল ঘোষ নামে এক ব্যক্তি ভুবনকে টাকার প্রলোভন দেখিয়ে কপিরাইট নিয়ন্ত্রণের চেষ্টা।
গোপাল ঘোষ তাকে আইপিআরএসের শিল্পী ভাতার ব্যবস্থা করে দেওয়ার নাম করে কপিরাইটের মালিকানা লিখিয়ে নিয়েছিলেন।
গোপালের কাছে কোনও ট্রেড লাইসেন্স বা কাগজপত্র নেই।
ভুবন ইংরেজি জানেন না, তাই তাকে প্রতারণা করে সই করানো হয়েছে।