ইন্দোর শহরের ইন্দিরা বাই নামের এক ভিক্ষুকনী সম্প্রতি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। তার গ্রেপ্তারির পর জানা যায়, তিনি ভিক্ষা করে বছরে ২০ লক্ষ টাকা আয় করেন!
ইন্দিরার বিলাসবহুল জীবনযাত্রার তথ্য প্রকাশ্যে আসার পর চোখ কপালে উঠেছে সকলের।ইন্দিরা রাজস্থানের গ্রাম থেকে এসে ইন্দোরের লব-কুশ স্কোয়্যারে ভিক্ষা করতেন।
তিনি শুধু নিজে ভিক্ষা করতেন না, বরং তার আট বছরের মেয়ে এবং স্বামীকেও ভিক্ষা করতে বাধ্য করতেন।
গত দেড় মাসে ইন্দিরা আড়াই লক্ষ টাকা আয় করেছেন। এর মধ্যে এক লক্ষ টাকা তিনি রাজস্থানের বাড়িতে পাঠিয়েছেন, ৫০ হাজার টাকা ফিক্সড ডিপোজিট করেছেন এবং বাকি টাকা ব্যক্তিগত খরচে ব্যবহার করেছেন। ইন্দিরার কাছে জমি, বাড়ি, মোটরসাইকেল, ২০ হাজার টাকার স্মার্টফোন-সহ বিভিন্ন আধুনিক ইলেকট্রনিক জিনিসপত্র রয়েছে।