পশ্চিমবঙ্গের বিখ্যাত কলকাতা জাদুঘর Office Assistant Gr. IIIএবং Technical Assistant-A (Civil)পদে মোট 6 জন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
যে কোন ভারতীয় নাগরিক, অর্থাৎ পশ্চিমবঙ্গের 23 টি জেলার চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা:
উচ্চমাধ্যমিক পাশ বা সমতুল্য যোগ্যতা।
ইংরেজি ও হিন্দি ভাষায় টাইপিং-এর দক্ষতা।
সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে টাইপিং সংক্রান্ত যেকোনো কোর্সের সার্টিফিকেট।
মাসিক বেতন:
19,900 টাকা থেকে শুরু।
বয়সসীমা:
35 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকবে।
আবেদন পদ্ধতি:
অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
অফিসিয়াল নোটিফিকেশনের নিচে থাকা আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে।
আবেদনপত্রে সঠিকভাবে তথ্য পূরণ করতে হবে।
পূরণকরা আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় নথিপত্র জমা করতে হবে।
আবেদন ফি:
মহিলা, শারীরিক প্রতিবন্ধী এবং তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের জন্য কোন ফি নেই।
অন্যান্যদের 885/- টাকা এককালীন আবেদন ফি জমা করতে হবে।
আবেদন ফি জমা করা যাবে “National Council of Science Museums”-এর ডিমান্ড ড্রাফটের মাধ্যমে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা:
National Council of Science Museums,
33 Block-GN, Sector-V,
Bidhan Nagar, Kolkata-700 091
আবেদনের শেষ তারিখ:
11 মার্চ, 2024।