ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি ৬০৬ টি শূন্যপদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার স্থায়ী বাসিন্দা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর জন্যই আবেদন করার সুযোগ রয়েছে।
পদের নাম: Specialized Officer
মোট শূন্যপদ: ৬০৬ টি (SC- ৮৯ টি, ST- ৪৪ টি, OBC- ১৬১ টি, EWS- ৫৯ টি, UR- ২৫৩ টি)
শিক্ষাগত যোগ্যতা:
B.Sc., B.E./B.Tech.
Degree in Computer Science, Computer Science & Engineering/ Information Technology, Software Engineering, Electronics & Communications Engineering
M. Tech., M.Sc. in Computer Science
মাসিক বেতন: 36,000/- টাকা থেকে শুরু
বয়সসীমা: 20 বছর থেকে 40 বছর
আবেদন পদ্ধতি:
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে
নির্দিষ্ট আবেদন ফি জমা করতে হবে