জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “জগদ্ধাত্রী”তে রোমাঞ্চের ডোজ ক্রমশ বেড়ে চলেছে। সাম্প্রতিক পর্বগুলিতে দেখা গেছে, স্বয়ম্ভু জগদ্ধাত্রীর উপর হামলার জন্য কে দায়ী তা জানতে চায়। রাজনাথ কঠোরভাবে অস্বীকার করে যে সে কাউকে টাকা দিয়ে জগদ্ধাত্রীকে মারার জন্য পাঠিয়েছে।
এদিকে, জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভু কে গুলি করেছে সেই মামলা সমাধান করার চেষ্টা করছে। কিন্তু ছবি দেখার পরও জগদ্ধাত্রী বুঝতে পারছে না গুলিটা আসলে কে করেছে।
এই ঝামেলার মাঝে, জগদ্ধাত্রী এবং স্বয়ম্বর বিবাহ বার্ষিকী উপলক্ষে কৌশিকী সবকিছু আয়োজন করেছে। সে নিজের হাতে জগদ্ধাত্রীকে সাজিয়েছে। কিন্তু জগদ্ধাত্রী বাড়ি থেকে বেরোতেই তার ওপর আবারো হামলা হলো!