ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)-এর মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দফতরে চাকরির জন্য মিসলেনিয়াস পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড বিলি শুরু হবে ১৪ ফেব্রুয়ারি থেকে। পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগে অ্যাডমিট কার্ড দেওয়া হবে বলে জানিয়েছে পরীক্ষা নিয়ামক সংস্থা।
অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে প্রথমে PSC-র ওয়েবসাইটের হোমপেজে যেতে হবে। হোমপেজেই অ্যাডমিটের নোটিফিকেশন লিঙ্ক থাকবে। সেখানে প্রার্থীদের ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে একটি উইন্ডো খুলে যাবে। সেখানে আবেদনের নম্বর ও জন্ম তারিখ দিতে হবে। এর পর সাবমিটে ক্লিক করলেই স্ক্রিনে ভেসে উঠবে অ্যাডমিট কার্ড। যা অনায়াসেই ডাউনলোড ও প্রিন্ট আউট করতে পারবেন পরীক্ষার্থীরা।
অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর পরীক্ষার্থীদের অবশ্যই ভালো করে পরীক্ষা করে নিতে হবে। সেখানে প্রার্থীর নাম, ছবি, সই, পরীক্ষার তারিখ, সময়, সেন্টার ও অন্যান্য যাবতীয় তথ্য থাকবে। অ্যাডমিট কার্ডে কোনও তথ্য ভুল থাকলে দ্রুত PSC-র সঙ্গে যোগাযোগ করতে হবে।