স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI)-তে চাকরি করতে চান? তাহলে আপনার জন্য সুখবর। কেন্দ্রের যুব কল্য়াণ মন্ত্রকের অধীনস্থ এই সংস্থায় ২৫টি শূন্যপদে চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
শূন্যপদের সংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা
এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যে পোস্টে চাকরি দেওয়া হবে তার নাম জেনারেল ম্যানেজমেন্ট। এই পোস্টে আবেদন করার জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তরের ডিগ্রি থাকতে হবে। ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং বা BE ও ব্যাচেলর অফ টেকনোলজির ডিগ্রি প্রাপ্তরাও আবেদন করতে পারবেন।
কাজের অভিজ্ঞতা
আবেদনকারীদের সংশ্লিষ্ট বিভাগে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের বয়স
আবেদনকারীদের বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত ক্যাটেগরির প্রার্থীদের সরকারি নিয়ম মেনে বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।
পারিশ্রমিক
এই পোস্টে চাকরিপ্রাপ্তদের মাসে ৫০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। প্রথমে দু’বছরের জন্য চুক্তির মেয়াদে তাঁদের নিয়োগ করা হবে। প্রয়োজন অনুযায়ী তা বাড়িয়ে ৫ বছর পর্যন্ত করা হবে।
আবেদনের পদ্ধতি
SAI-র অফিশিয়াল ওয়েবসাইটের হোমপেজে দেওয়া লিঙ্কে ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৫ ফেব্রুয়ারি, ২০২৪।