বলিউডের তিনি হলেন প্রথম সারির তারকা। বলিউডের স্টার মানি তারা সব সময় তাদের ব্যক্তিত্ব বজায় রেখে চলে। কিন্তু সালমান খান কোথাও যেন সবার থেকে আলাদা। তিনি হলেন তার ভক্তদের ভাইজান। এবারে তিনি ক্যান্সার জয়ী খুদে যোদ্ধার কথা রাখলেন।
তিনি ঠিক কী করেছেন? জগনবীরের সঙ্গে সালমান খানের ২০১৮ সালের প্রথম সাক্ষাৎ হয়। তার সঙ্গে যখন সেই খুদের দেখা হয়েছিল ব্রেন টিউমারের জন্য সেই খুদেটি দৃষ্টি হারিয়েছিল। তবে সেই খুদের একটাই মাত্র ইচ্ছা ছিল সে সালমান খানের সঙ্গে দেখা করবে।
তার এই খবর ভাইজানের টানে পৌঁছানো মাত্রই সে মুম্বাইয়ের টাটা হসপিটালে গিয়ে হাজির। তবে সেই পদে সালমানের ব্রেসলেট ছুঁয়ে চিনতে পারে সালমান তার কাছে এসেছে। সালমান তাকে প্রতিশ্রুতি দিয়েছে সে ক্যান্সার জয় করে ফিরলে তার সঙ্গে আবারো দেখা করবে সে। ৯টা কেমোথেরাপির পরে এই খোদা টি ৯৯% দৃষ্টি শক্তি আবারো ফিরে পেয়েছে।