রামমন্দির উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন রাজনৈতিক ভাষ্য বেশ আলোচিত হচ্ছে। ‘বিজয় নয়, বিনয়’, ‘বিবাদ নয়, সমাধান’, ‘রাম কারও একার নন, রাম সবার’—এই ধরনের বক্তব্য দিয়ে তিনি রামমন্দিরকে শুধুমাত্র হিন্দুদের জন্য নয়, সকলের জন্য একটি প্রতীক হিসেবে দেখানোর চেষ্টা করছেন বলে মনে করা হচ্ছে।
রাজনীতিবিদদের একাংশের মতে, আসন্ন লোকসভা ভোটের আগে মোদী শুধুমাত্র রামমন্দিরের আবেগের উপর নির্ভরশীল না হয়ে দেশের অর্থনীতি, পরিকাঠামো উন্নয়নের স্বপ্নকেও গুরুত্ব দিচ্ছেন। পাশাপাশি, রামকে শুধুমাত্র সঙ্ঘ পরিবার বা বিজেপির কট্টর হিন্দু বলয়ের মধ্যে আটকে না রেখে উদারতার বার্তাও দিচ্ছেন।
মোদীর এই নতুন ভাষ্যের কারণ হিসেবে রাজনৈতিক বিশেষজ্ঞরা দুটি কারণ উল্লেখ করেছেন। প্রথমত, হিন্দু ভোট তথা উত্তর ভারতে জয়ের প্রশ্নে যথেষ্ট আত্মবিশ্বাসী মোদী এ বার চাইছেন এই মন্দিরকে প্রতীক করে গোঁড়া হিন্দুত্বের বাইরের বলয়কেও ছুঁতে।