চাকরির খবর

অষ্টম পাশেই মিলবে সরকারি চাকরি! জানুন বিস্তারিত

 

রাজ্যের স্বাস্থ্য পরিবহণ দফতরে অষ্টম থেকে দশম শ্রেণি উত্তীর্ণদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। মোট ১০টি পদে এই নিয়োগ করা হবে। এর মধ্যে ড্রাইভার পদে ৮ জন এবং ফিটার বা ইলেক্ট্রিশিয়ান পদে ২ জনকে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা ড্রাইভার পদে আবেদনের জন্য যেকোনো স্বীকৃতি বোর্ড অনুমোদিত স্কুলের অষ্টম শ্রেণি উত্তীর্ণের শংসাপত্র থাকতে হবে। পাশাপাশি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক। সরকারি কিংবা সরকারপোষিত সংস্থায় অন্তত তিন বছর ড্রাইভিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে।

ফিটার বা ইলেক্ট্রিশিয়ান পদে আবেদনের জন্য দ্বাদশ শ্রেণি উত্তীর্ণের শংসাপত্র থাকতে হবে। এছাড়া কোনও স্বীকৃত প্রতিষ্ঠানের থেকে ইলেক্ট্রিক্যাল অয়্যারিং অ্যান্ড মোটর ওয়াইন্ডিং কোর্সের শংসাপত্র থাকতে হবে। কোনও প্রতিষ্ঠিত অটোমোবাইল ওয়ার্কশপে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন কাঠামো ড্রাইভার পদে প্রতি মাসে সাড়ে ১১ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে।
ফিটার বা ইলেক্ট্রিশিয়ান পদে প্রতি মাসে ১৩ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেবে রাজ্য সরকার। তবে লিখিত পরীক্ষা নেওয়া হবে না। প্রথমে আবেদনকারীদের স্কিল টেস্টের পরীক্ষা নেওয়া হবে। সেখানে উত্তীর্ণদের ইন্টারভিউ দিতে হবে। এই হার্ডেল টপকালে তবেই মিলবে নিয়োগপত্র।

আবেদনের শেষ তারিখ

৭ ফেব্রুয়ারির মধ্য়ে এই দুই পোস্টে আবেদন করতে হবে। তারপর আর কোনও আবেদনপত্র জমা নেবে না রাজ্য প্রশাসন।
* ইচ্ছুক প্রার্থীদের স্বাস্থ্য পরিবহণ দফতরের ঠিকানায় সশরীরে গিয়ে বা ডাকযোগে আবেদন করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.