অযোধ্যা রামমন্দির উদ্বোধনের দিনে রাজ্যের বিজেপির কর্মসূচি ফ্লপ হয়েছে। রাজ্য নেতৃত্বের সাংগঠনিক দুর্বলতা এবং অদক্ষতার কারণে মানুষের মধ্যে রামমন্দির উদ্বোধনের উন্মাদনা ছড়িয়ে দিতে পারেনি বিজেপি।
সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে অকাল দীপাবলী পালনের আবেদন জানান। কিন্তু এদিন সন্ধ্যার পরও রাজ্য বিজেপির প্রধান কার্যালয় অন্ধকারে ঢাকা ছিল। রাতের দিকে তিনটি হ্যালোজেন বাতি জ্বালিয়ে নিয়ম রক্ষা করা হয়। এতে ক্ষুব্ধ বিজেপি কর্মী-সমর্থকরা অভিযোগ করেছেন, মানুষের মন থেকে বিজেপিকে মুছে দেওয়ার জন্য রাজ্য নেতৃত্বের একাংশ অন্তর্ঘাত করছে।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন দিনভর একাধিক কর্মসূচি নিয়ে দাপাদাপি করলেও সব কটি ফ্লপ হয়। সকালে রামের নামে মিছিলে যোগ দেন তিনি। পরে অযোধ্যায় রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান দেখেন। বিকেলে গঙ্গাঘাটে মহাআরতি অনুষ্ঠানে অংশ নেন। কিন্তু তার কোনও কর্মসূচিতেই লোক জমেনি।