পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও কেন্দ্রীয় সরকারকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণা করার আহ্বান জানিয়েছেন। আজ, ২৩ জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬তম জন্মদিন উপলক্ষে পার্ক সার্কাসের একটি সভায় তিনি এই দাবি জানান।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নেতাজির জন্মদিন গোটা দেশেই মর্যাদার সঙ্গে পালিত হয়। তাই ওই দিনটিকে জাতীয় ছুটির দিন ঘোষণা করাই উচিত। প্রয়োজনে প্রধানমন্ত্রী যাতে ওই বিষয়ে ‘ব্যক্তিগত ভাবে’ উদ্যোগী হন, সে অনুরোধও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।”
এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার কেন্দ্রীয় সরকারের কাছে এই দাবি জানিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ভারতীয় জাতীয় সেনাবাহিনী (আইএনএ) প্রতিষ্ঠা করেছিলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের সহায়তায় ভারতীয় স্বাধীনতা অর্জনের লক্ষ্যে লড়াই করেছিলেন।