রাষ্ট্রায়ত্ত অর্থকরী সংস্থা UCO ব্যাঙ্ক চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। মোট তিনটি পদে নিয়োগ করা হবে। পদগুলি হল চিফ টেকনোলজি অফিসার (CTO), ম্যানেজার-সিভিল ইঞ্জিনিয়ার এবং ম্যানেজার-আর্কিটেক্ট। মোট শূন্যপদের সংখ্যা ছয়টি।
আবেদনের বয়স CTO পদে আবেদনের জন্য বয়সসীমা 40 থেকে 57 বছর। ম্যানেজার-সিভিল ইঞ্জিনিয়ার এবং ম্যানেজার-আর্কিটেক্ট পদে আবেদনের জন্য বয়সসীমা 25 থেকে 35 বছর।
শিক্ষাগত যোগ্যতা CTO পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং বা তথ্য প্রযুক্তি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ম্যানেজার-সিভিল ইঞ্জিনিয়ার পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ম্যানেজার-আর্কিটেক্ট পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আর্কিটেকচারে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বেতন কাঠামো পদ অনুযায়ী বেতন কাঠামো আলাদা। CTO পদে বেতন হবে প্রতি মাসে 1,50,000 থেকে 2,00,000 টাকা। ম্যানেজার-সিভিল ইঞ্জিনিয়ার পদে বেতন হবে প্রতি মাসে 1,20,000 থেকে 1,50,000 টাকা। ম্যানেজার-আর্কিটেক্ট পদে বেতন হবে প্রতি মাসে 1,00,000 থেকে 1,20,000 টাকা।