রামলালার প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে অযোধ্যা এখন সেলিব্রেটিদের আখড়া হয়ে উঠেছে। গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ অনেক অভিনেতা-অভিনেত্রী সেখানে যাচ্ছেন। কিন্তু খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় সেখানে যাচ্ছেন না। তিনি বাংলায় বসেই মন্দিরের কাজে আগ্রহী।
সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে, হিরণ শীতলা মন্দিরের আশপাশ ও তার ভিতরে স্বচ্ছ অভিযান চালাচ্ছেন। তিনি ঝাড়ু দিয়ে মন্দিরের আশেপাশের শুকনো পাতা পরিষ্কার করছেন। এরপর মন্দিরের ভিতরে সাফাই অভিযান চালান।
হিরণের এই কাজে অনেকেই প্রশংসা করেছেন। কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন, কেন তিনি অযোধ্যা যাচ্ছেন না?
হিরণের এই সিদ্ধান্তের পেছনে কয়েকটি কারণ থাকতে পারে। তিনি একজন জনপ্রতিনিধি। তার দায়িত্ব বাংলার মানুষের। অযোধ্যা তার দায়িত্বের বাইরে।