পশ্চিমবঙ্গে সরকারি মাদ্রাসাগুলিতে শিক্ষক সংকট দীর্ঘদিনের। ২০১৪ সালের পর থেকে নিয়োগ বন্ধ থাকায় এই সংকট আরও প্রকট হয়েছে। সম্প্রতি মাদ্রাসা সার্ভিস কমিশনের (এমএসসি) মাধ্যমে ১,৭২৯টি শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলেও, তাতে নিয়োগের পরিমাণ যথেষ্ট নয় বলে অভিযোগ উঠেছে।
মাদ্রাসা শিক্ষা দপ্তরের সূত্রে জানা গেছে, রাজ্যের ৬১৪টি মাদ্রাসা মিলিয়ে মোট শিক্ষক পদের সংখ্যা ১০ হাজারের বেশি। এর মধ্যে ৩০ শতাংশের বেশি (হাজার দশেক) পদই ফাঁকা। বিশেষ করে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুরের অনেক মাদ্রাসায় পরিস্থিতি এমন যে অবিলম্বে নিয়োগ না হলে, সেগুলো বন্ধ হওয়ার জোগাড়।
এই পরিস্থিতিতে নিয়োগ-বিজ্ঞপ্তিতে শূন্য পদ এত কম কেন? এর কারণ হিসেবে মাদ্রাসা শিক্ষা দপ্তর বলছে, প্রাথমিকভাবে ৪,৭০০ পদে নিয়োগের অনুমোদন চেয়ে অর্থ দপ্তরের দ্বারস্থ হয়েছিল দপ্তর। কিন্তু নবান্ন প্রাথমিক ভাবে আড়াই গুণ কম শূন্যপদে নিয়োগের অনুমতি দেয়। এই নিয়োগ সম্পন্ন হলে পরে আরও তিন হাজার পদে নিয়োগের অনুমোদন চাওয়া হবে।