গত বছর থেকেই একটার পর একটা বিপদ কাটিয়ে আসছিলেন অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়। এবার বছরের শুরুতেই শোকগ্রস্ত হলেন তিনি। নিজের সবচেয়ে প্রিয় মানুষকে হারিয়ে শোকার্ত হয়ে পড়েছেন তিনি।
সুদীপার মা, দীপালি মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত বছর মে মাসে হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। তার তিন মাসের মাথায় ফের সেরিব্রাল অ্যাটাক হয়। দীর্ঘদিন ছিলেন ভেন্টিলেশনে। বারবার মৃত্যুর সঙ্গে লড়ে ফিরে এসেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত আর রক্ষা হল না।
শনিবার রাতে কলকাতায় নিজের বাড়িতেই প্রয়াত হলেন দীপালি মুখোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। মাকে হারিয়ে শোকার্ত সুদীপা।
সমাজমাধ্যমে মায়ের মৃত্যুসংবাদ জানান সুদীপা নিজেই। রবীন্দ্রনাথের ‘তবু মনে রেখো’ গানটির দু’লাইন মায়ের জন্য উদ্ধৃত করে লেখেন—‘‘যদি থাকি কাছাকাছি— দেখিতে না পাও…।’’