আজ রাত পোহালেই বহু প্রতীক্ষিত রাম মন্দির উদ্বোধন হবে। এই ঐতিহাসিক মুহূর্তে সারা দেশজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। আর এই উৎসবের সঙ্গে সামিল হতে চলেছে সুপারহিরো চলচ্চিত্র হনুমান।
এই সিনেমার নির্মাতারা রাম মন্দির উদ্বোধনের দিন প্রতিটি টিকিট থেকে ৫ টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই অনুদানের পরিমাণ ২,৬৬,৪১,০৫৫ টাকা। এই টাকাটি রাম জন্মভূমি ট্রাস্টে জমা করা হবে।
মিথ্রি মুভি মেকার্স, হনুমান সিনেমার অন্যতম পরিবেশক, এই সিদ্ধান্তের কথা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, “অযোধ্যার রাম মন্দিরে ২,৬৬,৪১,০৫৫ টাকা দান করার জন্য যোগদানকারী ৫৩,২৮,২১১ জন লোককে ধন্যবাদ। আপনারা হনুমান দেখে এবং ঐশ্বরিক অভিজ্ঞতায় নিজেদেরকে নিমজ্জিত করে একটি দুর্দান্ত উদ্যোগের অংশ হতে পারেন। আপনার খরচ করা টিকিট থেকে ৫ টাকা যাবে অযোধ্যা রাম মন্দিরে। মিথ্রি ডিস্ট্রিবিউশন টিম এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পেরে সম্মানিত।”
শুধু তাই নয়, মিরাজ সিনেমাস, দেশের অন্যতম শীর্ষস্থানীয় সিনেমা চেইন, রাম মন্দিরের উদ্বোধনের দিন হনুমান শো-গুলির জন্য ‘একটি টিকিটের সঙ্গে আরেকটি বিনামূল্যে কিনুন’ স্কিম ঘোষণা করেছে। এই স্কিমের মাধ্যমে যে কেউ শুধুমাত্র একটি টিকিট কিনলেই আরেকটি টিকিট বিনামূল্যে পাবেন।