রাম জন্মভূমিতে রাম মন্দির উদ্বোধনের এই ঐতিহাসিক দিনে ‘লৌহমানব’ লালকৃষ্ণ আডবানি অনুপস্থিত। বয়সের ভারে ন্যুব্জ এই প্রবীণ নেতা হুইলচেয়ারে চলাফেরা করেন। অযোধায় তাঁর চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি উপস্থিত থাকতে পারেননি।
রাম মন্দির আন্দোলনের অন্যতম কাণ্ডারি লালকৃষ্ণ আডবানি। এই আন্দোলনের নেতৃত্বেই দেশের হিন্দু আবেগ উস্কে উঠেছিল। ১৯৯২ সালে তিনি রামরথ বের করেছিলেন, যা নিয়ে গোটা দেশ প্রদক্ষিণ করেন। আইনি লড়াইয়ের পর সুপ্রিম কোর্ট অবশেষে রাম মন্দির নির্মাণের অনুমতি দেয়।
বাবরি মসজিদ ধ্বংসের সময় অভিযুক্তদের তালিকায় তাঁরও নাম ছিল। তবে পরবর্তীতে আদালত তাঁকে বেকসুর খালাস করে। ২০২০ সালের ৫ অগাস্ট মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রাম মন্দির উদ্বোধন দিনও তিনি থাকবেন কিনা সেই নিয়েও যথেষ্ট সংশয় ছিল। আশ্বাস দিলেও শেষ পর্যন্ত বয়সজনিত কারণে এবং মাত্রাতিরিক্ত ঠান্ডার জন্য তিনি রাম মন্দিরে উপস্থিত থাকতে পারছেন না বলে খবর।