পশ্চিমবঙ্গে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের জোটের সমীকরণ নিয়ে জল্পনা চলছে। এদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার মুর্শিদাবাদ জেলার দলীয় সংগঠনের সঙ্গে বৈঠকে বলেছেন, “আমরা INDIA জোটের অন্যতম বড় শরিক। সেখানে আমাদের বাদ দিয়ে এ রাজ্যে RSP-সিপিআইকে এত প্রাধান্য দেওয়া হলে, আমাদের গুরুত্ব না দেওয়া হলে আমরা আমাদের মতো ভাবব। সেক্ষেত্রে ৪২ আসনে লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে।”
মমতার এই বক্তব্যের অর্থ হল, যদি কংগ্রেস বাংলায় তৃণমূলকে সময়মতো যত আসন দেয়, ততই তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে লড়বে। অন্যথায় তৃণমূল একাই ৪২টি আসনে লড়াই করবে।
উল্লেখ্য, INDIA জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক তৃণমূল। গোড়া থেকেই তৃণমূল নেত্রী মমতার মতামত জোটে গুরুত্ব পেয়েছে। কিন্তু কংগ্রেস বাংলায় আরও বেশি আসন চাইছে। ফলে জোট সমীকরণ চূড়ান্ত হওয়া দূর অস্ত।