রাজস্থানের আজমিরের কালেক্টর আরতি ডোগরা। তিনি একজন সফল এবং অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্ব। তিনি তার ৩ ফুট ২ ইঞ্চি উচ্চতার কারণে অনেক বাধা-বিপত্তি মোকাবেলা করেছেন। কিন্তু, তিনি কখনই হাল ছাড়েননি। তার কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে তিনি আজ একজন সফল আইএএস অফিসার।
আরতির জন্ম ১৯৮৮ সালে রাজস্থানের যোধপুরে। তিনি ছোটবেলা থেকেই একজন মেধাবী ছাত্রী ছিলেন। কিন্তু, ছোটবেলা থেকেই তার উচ্চতা বাড়ছিল না। চিকিৎসকরা জানিয়েছিলেন, আরতির শারীরিক বিকাশ অন্যদের মতো হবে না। তার উচ্চতা হবে মাত্র ৩ ফুট ২ ইঞ্চি।
এই শারীরিক অবস্থার কারণে আরতিকে অনেক কষ্ট পেতে হয়েছে। স্কুলে বন্ধুরা তাকে ঠাট্টা-মস্করা করত। অনেকে তাকে বাঁকা চোখে দেখত। কিন্তু, আরতি সব কষ্ট সহ্য করে নিজের লক্ষ্যে এগিয়ে গেলেন।
আরতি যোধপুরের বিদ্যাপীঠ কলেজে পড়াশোনা করেন। তিনি কলেজের সেরা ছাত্রী ছিলেন। তিনি স্নাতক শেষ করার পর দিল্লি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন।