টলিউড অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় হঠাৎই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন। এই খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে জল্পনা। তাহলে কি এবার রাজনীতিতে পা রাখছেন দিদি নাম্বার ওয়ান?
সূত্রের খবর, মঙ্গলবার নবান্নে পৌঁছে দীর্ঘক্ষণ মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন রচনা। তবে রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনাকে উড়িয়ে দিয়েছেন তিনি। বলেছেন, “দিদি নাম্বার ওয়ান নিয়ে কথা বলতে মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম।”
রচনার রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা নতুন নয়। এর আগেও একুশের নির্বাচনের সময় শোনা গিয়েছিল, তিনি তৃণমূলে যোগদান করতে পারেন। তবে সেই সময়ও তিনি এই জল্পনাকে উড়িয়ে দিয়েছিলেন।
বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলুগু, উড়িয়া, কন্নড় ছবিতেও অভিনয় করেছেন রচনা। ১৯৯৯ সালে ‘সূর্যবংশম’ ছবিতে অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় করে নজর কেড়েছিলেন। বর্তমানে ছোটপর্দায় তাঁর ‘দিদি নম্বর ওয়ান’ শোটি দারুণ জনপ্রিয়।