রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দ্বন্দ্ব তুঙ্গে। উচ্চশিক্ষা দপ্তরকে স্বীকৃতি না দেওয়ার মাধ্যমে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে অপমান করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, “রাজ্যপাল মুখ্যমন্ত্রীর দপ্তরকেও স্বীকৃতি দিতে চাইছেন না। গোটা সরকারকেই নস্যাৎ করতে চাইছেন।”
রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে কেন্দ্র করে এই দ্বন্দ্বের জেরে সেখানে অচলাবস্থা তৈরি হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউকে অপসারণ করেছেন রাজ্যপাল। কিন্তু উচ্চশিক্ষা দপ্তর তাঁকেই উপাচার্য পদে থাকার স্বীকৃতি দিয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়টিতে অচলাবস্থা চলছে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠন জুটা বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থার অবসান এবং স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে ত্রিগুণা সেনের মূর্তির নিচে অবস্থান করেছে।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “আমি যাদবপুরের উপাচার্যকে বলব, সরকারি নির্দেশিকা এবং সুপ্রিম কোর্টের যে গাইডলাইন আছে সেটা মেনে চলতে।”